|||এক ঢিলে দুই পাখি। PC জন্য সেইরকম একটা Software কাজ করবে 101%||| - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ৩০ আগস্ট, ২০১৫

|||এক ঢিলে দুই পাখি। PC জন্য সেইরকম একটা Software কাজ করবে 101%|||

আসসালামু আলাইকুম
আমি আরিফুল হাসান
আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। এটি আমার 3য় টিউন। আমার বিগত 2টি টিউন আপনাদের সাড়া পেয়ে
আমি খুশিতে আত্মহারা। যা আমি মুখে বলে বুঝাতে পারব না। তাই আপনাদের জন্য আরেকটি টিউন নিয়ে হাজির হলাম
আপনাদের কাজে আসবে বলে আমার বিশ্বাস। যদি কোন প্রকার ভুল ভ্রান্তি হয় নিজ গুণে ক্ষমা করে দিবেন
চলুন মুল টিউনে যাওয়া যাক।
আমার টিউনের শিরোনাম আপনারা দেখেছেন নিশ্চয়ই।
এক ঢিলে দুই পাখি বলার কারণ হল:
আমি আজকে আপনাদের যে Software এর সাথে পরিচয় করিয়ে দেবো। তা আমার অনেক উপকারে এসেছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যদিও এটা টিটির কাছে থেকেই পাওয়া। টিটির কাছ থেকে অনেক নিয়েছি, দিতে পারিনি কিছুই।
চলুন জেনে নিই ‍Software টি দিয়ে কি কি কাজ করা যায়ঃ   😆 এক ঢিল (পাখি 1)  :roll: 
  1. জেনে নিন আপনার পিসির কোন Software কত %% কাজ করছে।
  2. জেনে নিন কোন কোনSoftware গুলো আপনার PC প্রয়োজন নেই।
  3. জেনে নিন কোন কোনSoftware গুলো আপনার PC জন্য ক্ষতিকর।
চলুন জেনে নিই ‍Software টি দিয়ে কি কি কাজ করা যায়ঃ  😆 এক ঢিল (পাখি 2)  :roll: 
  1. আপনার কি আপনার পিসির কোনSoftware Uninstall করতে পারছেন না।
  2. যে কোন ধরনের Software আপনার PC থেকে Remove  করতে ব্যবহার করুন।
  3. অপ্রয়োজনীয় Software গুলো Uninstall করলে আপনার পিসি ক্লিন এবং গতিশীল থাকবে।
আশা করি আমি যা বুঝাতে চেয়েছি তা বুঝাতে পেরেছি

 Download Now

ডাউনলোড হয়ে গেলে সবসময়ের মত Install করুন। তারপর Open করুন। বাকীটা আপনার নিজ গুণে চালাতে পারবেন বলে আমার আশা।
কোন প ্রকার সমস্যা হলে আমি তো আছি।
আমাকে জানাবেন অবশ্যই। আর আপনাদের মতামত আশা করছি।
ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here