কম্পিউটারের ফাইল ব্রাউজিং এ আনুন নতুনত্ব (শুধুমাত্র উইন্ডোজ এর জন্য) - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

কম্পিউটারের ফাইল ব্রাউজিং এ আনুন নতুনত্ব (শুধুমাত্র উইন্ডোজ এর জন্য)

হ্যালো বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন। এই রকম টিউন আগে হয়তোবা করা হয়েছে, হয়তোবা করা হয়নি। যা হোক কাজের কথায় আসি। আজ আপনাদের জন্য আমি নিয়ে আসলাম একটি নতুন ফাইল এক্সপ্লোরার। ক্লোভার  :-)। এটি একটি ফাইল ব্রাউজার যা আপনাকে দেবে নতুন এক অভিজ্ঞতা [যারা এখনো ব্যবহার করেন নি]। মাঝে মাঝে মনে হবে আপনি বুঝি ক্রোম ওএস ব্যবহার করছেন বা গুগল ক্রোম দিয়ে মাই কম্পিউটারে ফাইল ব্রাউজ করছেন।
ক্লোভার ব্যবহারের বেশ কিছু সুবিধা আছে যেমনঃ
সুবিধাঃ 
  • ট্যাব ব্রাউজারঃ আপনি সকল উইন্ডো ট্যাবে খুলবেন। ঠিক গুগল ক্রোমের মত।
  • মিনিমাইজ এর দিন শেষঃ সাধারনত আমরা একাধিক উইন্ডো খুললে সেগুলো মিনিমাইজ করে রাখি, বারবার মাক্সিমাইজ/মিনিমাইজ করে কাজ করতে হয় বেশি সমস্যা হয় যারা রম পোর্ট করেন। ক্লোভার ব্যবহার করলে আর এই সমস্যা থাকবেনা। সব একসাথে মাক্সিমাইজ/মিনিমাইজ হবে। যে উইন্ডোতে কাজ করবেন সে ট্যাবে চলিক করলেই হবে। আর একবার ব্যবহার করতে শুরু করলেই, আর বেসিক এক্সপ্লোরার-এ ফেরত যাবেন না। শিউর।
  • ফ্রিঃ এটি ফ্রি তাই সিরিয়ালের এর ঝামেলা নেই।
  • ফাস্ট:খুবই ফাস্ট এবং একেবারে নেটিভ এক্সপ্লোরারের মত কাজ করবে।
  • সেটিংস, ফাইল সব একই এক্সপ্লোরারে খুলতে পারবেন।
  • এক্সপি, এইট। আর টেন সকল উইন্ডজ ভার্শনে চলবে।
কিছু এস এস দেখিঃ
ss -1


ss -2


ss -3


ss -4

তাহলে আর দেরী কেন, এখনই ডাউনলোড করে নিন ক্লোভার।
ডাউনলোডঃ
 [বি.দ্রঃ যদি কেউ আগে এই বিষয়ে টিউন করে থাকেন, আমি দুঃখিত। আশা করি যারা জানেন না তাদের কাজে লাগবে]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here