উইন্ডোজ পিসির জন্য নিয়েনিন সেরা VPN Hotspot Shield 5.20.19 Elite Edition - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ২১ নভেম্বর, ২০১৬

উইন্ডোজ পিসির জন্য নিয়েনিন সেরা VPN Hotspot Shield 5.20.19 Elite Edition

আস সালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সাথে উইন্ডোজ পিসির জন্য  VPN Hotspot Shield Elite Edition নিয়ে আলোচনা করব।সাথে থাকছে ফুল ইন্সটালের ভিডিও সহ।

VPN মানে কি ?

সহজ ভাষায় বলতেগেলে ভি পি এন পুর্নাঙ্গ অর্থ হল virtual private network

VPN এর কাজকি ?

ধরুন আপনি কোন সাইটে ভিসিট করতে চাচ্ছেন এখন বাংলাদেশ থেকে সেই সাইটে ঢুকার পার্মিট নেই এখন আপনি কি করবেন? আপনি তখন ভালো
ভিপিএন এর সাহায্যে অন্য কোন দেশের আইপি এড্রেস সিলেক্ট করে, সেই সাইটগুলোতে অনায়েসে ঢুকতে পারবেন।
মজার ব্যাপার হলো আপনার পিসিতে যদি ভালোমানের কোন ভিপিএন এক্টিভ করা থাকে, আপনার পিসি কেউ ট্রাক বা অনুসরন করতে পারবেনা।
এছারাও আরো নানাবিধ সুবিধা আছে যা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন।

কিভাবে ইন্সটাল করব ?

প্রথমে নিচে দেওয়া ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করেনিন।

ডাউনলোড

password:     mdshahin
ডাউনলোডের পর rar টা  unrar করে ১ থেকে ৩ নম্বর পর্যন্ত অনুসরন করুন।
  1. HSS-5.2.1-install-plain-714-plain ইন্সটাল করুন।
  2. Hss_Elite ইন্সটাল করুন।
  3. HSS-5.20.19-nodrv-update
আশাকরি ইন্সটাল পক্রিয়াটি সঠিক ভাবে করতে পেরেছেন, এবার আরামে ব্যবহার করুন।

তারপরো যদি কেউ ইন্সটাল করতে না পারেন তাহলে নিচের ভিডিওটি দেখে ইন্সটাল করেনিতে পারেন।

সর্বপরি মানুষ মাত্রই ভুল আমার কোন ভুল হলে আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here