স্ক্রীন শর্ট এবং ভিডিও টিউটেরিয়াল বানানোর জন্য নিয়ে নিন ৩ মেগাবাইটের দারুন সফটওয়্যার, সংগ্রহে না থাকলে ডাউনলোড করে রাখুন কাজে লাগবে। - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

স্ক্রীন শর্ট এবং ভিডিও টিউটেরিয়াল বানানোর জন্য নিয়ে নিন ৩ মেগাবাইটের দারুন সফটওয়্যার, সংগ্রহে না থাকলে ডাউনলোড করে রাখুন কাজে লাগবে।

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো স্ক্রীন শর্ট নেয়ার জন্য অসাধারণ একটি সফটওয়্যার।
যারা ব্লগিং করুন বা ব্লগিং করার ইচ্ছা আছে তাদের জন্য আজ অতিপ্রয়োজনী একটি সফটওয়্যার। ব্লগিং মানেই কিছুক্ষণ পরপরই স্ক্রীন শর্ট। তবে সরাসরি কীবোর্ড দিয়ে স্ক্রীন শর্ট নেওয়া গেলেও, পরে তা আবার ফটোসপ এর পেষ্ট করে এডিট করতে হয়।  কিন্তু আজ আমি আপনাদের সাথে যেই সফটটি শেয়ার করব, সেটি দিয়ে আপনি খুব সহজেই স্ক্রীন শর্ট নিন এবং পিকচারটি সেভ করতে পারবেন। আর খুব সহজেই পিকচারটি এডিট করতে পারবেন।   এর নাম ফাস্টস্টোন  ক্যাপচার।
ডাউনলোড লিঙ্ক –  এখানে ক্লিক করুন।
ডাউনলোড হলে সেটআপ দিয়ে দিন। সফটওয়্যার ফুল ভার্সন  তাই সিরিয়াল কির প্রয়োজন নেই।
ব্যবহার বিধি:
১। সফটওয়্যার ওপেন করুন
২। আপনার  কীবোর্ডের Print বাটনটি একবার চাপুন অথবা চিত্রের মত অংশেক্লিক করুন।
Capture
৩। এখন আপনি যেই অংশটুরুর স্ক্রীন শর্ট নিতে চাচ্ছেন সেই অংশটুরু মাউস দিয়ে সিলেক্ট করুন।
৪। এখন Ctrl +S চেপে সেভ করুন।
৫। এটা দিয়ে খুব সহজে ভিডিও বানাতে পারবেন তার জন্য নিচের চিত্রের যায়গেয় ক্লিক করুন।

Capture2
দেরি না করে ডাউনলোড করে নিন আর ব্যবহার করে দেখুন অবশ্যই ভাল লাগবে। ব্যবহার করলেই বুঝতে পারবেন সফটওয়্যার টি কতটা কাজের।
আজ তাহলে এখানেই শেষ করলাম। কোন প্রবলেম হলে টিউনমেনট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here