এবার PenDrive লাগালেই বলবে “পাইছি বস” [এপ লাগবে না,এপ ছাড়াই] - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

এবার PenDrive লাগালেই বলবে “পাইছি বস” [এপ লাগবে না,এপ ছাড়াই]

সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।আজ আপনাদের জন্য নিয়ে এলাম পুরাতন এক টিউন নতুন করে।আশা করি সকলের ভালো লাগবে।

কেমন হয় যদি কম্পিউটারে পেন্ড্রাইব লাগানোর সাথে সাথেই বলে USB পাইছি বস।কেমন হবে Pendrive খুললেই বলবে Pendrive খুলে ফেললেন বস,কোন কিছু ডিলিট করলেই বলবে;আমাকে ডিলিট করলেন বস।
কি এগুলো স্বপ্ন মনে হচ্ছে,তবে আজ আপনার স্বপ্ন করে দিবো সত্যি।এবার PenDrive লাগানোর সাথে সাথেই আপনাকে বস বলবে আপনার কম্পিউটার।
তবে আগেই বলেছি এটি অনেক আগের টিউন আমি নতুন করে নিয়ে এসেছি,এই টিউনের নতুনত্ব হলো এবার কোন এপের ব্যবহার ছাড়াই আপনি এই সুবিধা ভোগ করতে পারবেন।
অনেকের কাছে এপ অনেক ঝামেলার হতে পারে,তাই এপের ঝামেলায় না গিয়ে আমার এই টিউন অনুসরণ করুন।
এখন কথা হলো কীভাবে এই সুবিধা এপ ছাড়াই ভোগ করবোঃ
প্রথমে নিচ থেকে নিচের লিঙ্কে দেয়া থিম প্যাক টি ডাউনলোড করেন,তারপর থিম প্যাক টিতে ডাবল ক্লিক করুন,আপনার সকল কাজ শেষ,এবার টেস্ট করার পালা,পেন্ড্রাইব ঢুকিয়ে কিংবা কোন ফাইল ডিলিট করেই দেখুন,কি চমকে গেলেন??

দেখলেন তো কত সহজেই এপ ছাড়া এই ফিচার ভোগ করা যায়,এখন থেকে আপনার পিসি আপনাকে বস বলে সম্ভোধন করবে।
ডাউনলোড লিঙ্কঃ
বস থিম প্যাক

তো কেমন লাগলো আমার এই টিউনটি?আশা করি ভালো লেগেছে।ভালো লেগে থাকলে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here