Mozilla Firefox এর মত Windows Explorer এ একাধিক ট্যাব খুলুন ছোট একটা সফট্ওয়ার দিয়ে। সাইজ মাত্র ২.৫ এমবি। একদম ফ্রি।। - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

Mozilla Firefox এর মত Windows Explorer এ একাধিক ট্যাব খুলুন ছোট একটা সফট্ওয়ার দিয়ে। সাইজ মাত্র ২.৫ এমবি। একদম ফ্রি।।

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন।
ব্যস্ততার কারনে অনেকদিন টেকটিউনসে আসা হয়নি। তারপর ও টেকটিউনস থেকে বিচ্ছিন্ন থাকার কথা কল্পনা ও করতে পারিনা। অনেক অনেক কিছু শিখেছি টেকটিউনস থেকে। তাই নতুন কিছু জানার এবং জানানোর লোভ সংবরন করতে পারি না।
যা হোক, এবার কাজের কথায় আসি। কাজের প্রয়োজনে আমাদেরকে কম্পিউটারে একাধিক Window open করতে হয়। কিন্তু প্রধান সমস্যা হচ্ছে কাঙ্খিত window টি আবার খুঁজতে গেলে টাস্কবারে আবার গুঁতোগুঁতি করা লাগে যা অনেক বিরক্তিকর। তাছাড়া আবার নতুন করে window open করতে গেলে পুনরায় কমান্ড দিতে হয়। কেমন হয় যদি সবগুলো window একত্রে ট্যাব আকারে open করা যায়!!
আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এক অসাধারন software এর, যার নাম clover. এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে একসাথে ইন্টারনেট ব্রাউজার এর মত অনেকগুলো ট্যাব খুলতে পারবেন। এর ব্যবহার পদ্ধতি ও খুব সোজা। ইনস্টল করলেই সাথে সাথে কাজ করা শুরু করে। চিত্র-

এছাড়া এর মাধ্যমে ফোল্ডারকে বুকমার্ক করে রাখতে পারবেন। এ জন্য open করা tab এর উপর right click করে option select করতে হবে। নিচের চিত্র দেখলে বুঝতে পারবেন।

বাম দিকের একেবারে কোনায় click করে আপনি এর সেটিংস পরিবর্তন করতে পারেন। চিত্র-

Software টি সরাসরি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
আশা করি Software টি আপনাদের অনেক কাজে লাগবে। কোন সমস্যা হলে টিউমেন্টে জানাবেন।

আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here