ফেসবুক অটো লাইক সাইট বানিয়ে থেকে দিনে ৳ ১৫০/২০০ টাকা ইনকাম করুন। Full Tutorial (part 1) - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫

ফেসবুক অটো লাইক সাইট বানিয়ে থেকে দিনে ৳ ১৫০/২০০ টাকা ইনকাম করুন। Full Tutorial (part 1)

অট লাইক সাইট একটু তারাতারি ফেমাস হয় তা আমরা সবাই জানি।   তাই ৫০০/৭০০ ভিজিটর হলেই আমরা অনেক টাকা ইনকাম করতে পারি।
চলুন দেখি কিভাবে।  Extra:  হ্যাকিং শেখার  বাংলা PDF বই ফ্রি ডাউনলোড করুন।
প্রথমেই কাজের কথায় আসি।
প্রথমে রেজিস্ট্রেশন করতে
এখানে যান 
নিচের মত get free hosting এ ক্লিক করুন

তারপর নিচের মত আসবে।

তারপর আপনার মেইল ভেরিফিকেসনের জন্য বলা হবে।  মেইল ভেরিফিকেসন্। টি করে ফেলুন। তারপর account এ লগ ইন করুন।

তারপর নিচের মত আসবে

1free hosting  সিলেক্ট করুন। তারপর নিচের মত আসবে।

subdomain দিয়ে pasword, capcha দিয়ে create এ ক্লিক করুন।

সব কিছু দিলে এমন দেখাবে।   ১ মিনিট পরে রিলোড দিন দেখবেন নিচের মত হয়ে গেছে।

switch এ ক্লিক করুন দেখবেন নিচের মত এসেছে।


তারপর install এ ক্লিক করুন।

ইন্সটল না হলে বার বার install এ ক্লিক করুন।
একসময় হয়ে যাবে।
নিচের মত আসবে।

Open file manager এ ক্লিক করুন তার পর নিচের মত আসলে যে ফাইলটি আছে সেটা ডিলিট করে দিন।


আবার নিচ থেকে ফেসবুক অটো লাইক স্ক্রিপ্ট টি ডাউনলোড করুন।
ডাউনলোড লিঙ্ক
ডাউনলোদের নিয়ম

এবার zip  ফাইলটি নিচের মত করে আপ্লোড করে দিন।

উপরে চিনহিত স্থানে ক্লিক করে ফাইল আপলোড করুন।

ফাইলটি আপ্লোড হলে  এরকম দেখাবে

ফাইলটি extract করুন

Extract হয়ে গেলে Zip file টি ডিলিট করে দিন।

Archive folder এ ঢুকে সবগুলো cut করে নিন।

Archive folder এর বাইরে এসে পেস্ট করে দিন।

এবার Archive ফোল্ডারটি ডিলিট করে দিন।

তইরি হয়ে গেলো আপনার ফেসবুক অট লাইক সাইট।

এবার আপনি আপনার সাইটের ভিজিটর বারান। ৫০০/৭০০ ভিজিটর হলেই আপনার সাইট অকে। আর অট লাইক সাইট একটু তারাতারি ফেমাস হয় তা তো সবাই ই জানে।   এর মদ্ধে টিউটরিয়ালের part 2 দিয়ে দিবো

সেখানে থাকবে ad লাগানোর সিস্টেম। যার মাধ্যমে আপনি টাকা ইনকাম  করবেন!!!

২/১ দিনের মদ্ধেই দিয়ে দিবো  হাত ব্যাথা হইয়া গেসে ভাই।   কালকে      part 2

                                       be ready


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here