সাধারণ জ্ঞান পরীক্ষা দিয়ে নিন ৯০০ কেবির সফটওয়্যার দিয়ে।আপনার মৃত্যর আগ-পর্যন্ত সাঃজ্ঞান পরীক্ষায় ভালো নাম্বার পান।(কাজের কিন্তু) - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

সাধারণ জ্ঞান পরীক্ষা দিয়ে নিন ৯০০ কেবির সফটওয়্যার দিয়ে।আপনার মৃত্যর আগ-পর্যন্ত সাঃজ্ঞান পরীক্ষায় ভালো নাম্বার পান।(কাজের কিন্তু)

আসালামু আলাইকুম,
কেমন আছেন আপনারা সবাই? আশাকরি আল্লাহর রহমতে  ভালোই আছেন।আমিও ভালোই আছি।আজ আপনাদের কাছে আমি যেটা শেয়ার করব সেটা এমন একটি সফটওয়্যার যেটা দিয়ে আপনি।সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে পারবেন।এই সফটওয়্যারটি আপনার জীবনের সর্বসময় হতে পারে স্কুল/কলেজের পরীক্ষা হতে পারে চাকরি-বাকরির পরীক্ষা কিংবা হতে পারে আপনাকে কেও প্রশ্ন করছে।আসলে ধরুন,আপনার বড় চাচা আপনাকে প্রশ্ন করছে যে "বাংলাদেশে কতটি ক্যাডেট কলেজ রয়েছে?"এবার আপনি কিছু জানেন না যদি না পারেন !তাহলে আপনার আব্বু আম্মু কে বলবে আরও বেশী বেশী করে বই  পড়াতে।কেমন লাগবে আপনার তখন?ভাই আপনাকে কেউ মুক্তি দিতে পারবেন না এই সফটওয়্যার ছাড়া তায় আসুন সফটওয়্যার টি ডাউনলোড করে নিয়।তার আগে বলে রাখা ভালো যে এটা কিন্তু অনেক দিন আগের সফটওয়্যার আমার ব্লগ আমি তাও আপনাদের দিলাম কারণ আমার ব্লগ তো নতুন নিচে এই সফটওয়্যারটির ২টি ছবি দেওয়া হলঃ
সফটওয়্যার টি ডাউনলোড করুন.
সফটওয়্যার টো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আমার এই লেখাটি সবার মাঝে শেয়ার করুন।এবং আপনাদের জন্য আমি খুব সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছি ইন্টারনেট শেষ হলে ইউটিউবে আপলোড দিবো আমার ইউটিউব চ্যালেনে Subscribe করতে ভুলবেন না কিন্তু।এবং আমার সব টিউন এবং নতুন খবর পেতে আমাদের ফেসবুক ফ্যান পেজে লাইক দিতে ভুলবেন না।আমি
আমার ফেসবুক ফ্যানপেজ ।
আমার ইউটিউব চ্যালেন ।(For Tutorial And Short Flim)।
ঘুরে আসতে পারেন আমার ব্লগে।(এই টিউন টি পূর্বে আমার ব্লগে প্রকাশিত)
আপনাকে অনেক ধন্যবাদ,
আল্লাহ হাফেজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here