এন্ড্রয়েড এন্ড্রয়েডে ফাইল আদান-প্রদান করুন Share It & Zapya এর চেয়ে তিনগুন বেশি স্পিডে - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

এন্ড্রয়েড এন্ড্রয়েডে ফাইল আদান-প্রদান করুন Share It & Zapya এর চেয়ে তিনগুন বেশি স্পিডে

আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামিতে যেন সব সময়ভালো থাকেন ব্লগার এর থেকে এইকামনা রইলো।
এবার কাজের কথায় আসি
নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন
Download
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো

১. অ্যাপটি ব্যবহার করে খুব দ্রুত যে কোনো ফাইল স্মার্টফোনে শেয়ার করা যায়। এটিব্লটুথ থেকে ৪০ গুণ দ্রুত গতিকে কাজ করেথাকে।
২. প্রয়োজনে একই সঙ্গে একাধিক ব্যক্তিকে ফাইল শেয়ার করাও সম্ভব। এটির সাহায্য একত্রে পাঁচ জনকে ফাইল শেয়ার করা যাবে।

৩. নির্দিষ্ট দুরত্বের মধ্যে অ্যাপটি ইন্সটল করা আছে এমন ডিভাইস অনায়াসে নিজেইস্ক্যান করে খুঁজে বের করবে।

৪. অ্যাপটিতে রয়েছে ছবি, মুভি, মিউজিক ওঅন্যান্য আলাদা আলাদাভাবে আদান-প্রদানের ব্যবস্থা।

৫. সম্পূর্ণ অফলাইনে কাজ করবে এটি। তাই একবার ডাউনলোড করা হলে আর ইন্টারনেট সংযোগ লাগবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here