নিয়ে নিন pc এর জন্য বাংলায় কথা বলা ঘড়ি [আপডেট] - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

নিয়ে নিন pc এর জন্য বাংলায় কথা বলা ঘড়ি [আপডেট]

নিয়ে নিন বাংলায় কথা বলা ঘড়ি। আসসালামুয়ালাইকুম। আসা করি সবাই ভাল আছেন।
ইংরেজিতে কথা বলা ঘড়ি অনেক আছে কিন্তু যদি তা বাংলায় হয় ? হ্যা এটা একটা চমৎকার ঘড়ি, যা আপনার সেটিং সাপেক্ষে প্রতি ১৫ মিঃ / ৩০মিঃ / ৬০মিঃ পর আপনাকে বাংলায় বলবে ” এখন সময় সকাল দশটা বেজে ৩০মিঃ ” এমন।
BANGLA VOICE CLOCK

download

size: 625 kB
এটা একটা দারুণ ব্যাপার। অনেক ক্ষেত্রে এটা অনেক উপকারে আসে।
সবসময় সময় দেখা হয় না, ফলে কম্পিউটার বসলে অনেক জরুরী কাজে দেড়ি হয় ; কখনো বা টিভি প্রোগ্রাম মিস হয়। এটা থাকলে ঐ ঝামেলা আর থাকবে না।
কারণ যখন সময় এর কথা বলবে, তখনই আপনার ঐ সময়ে করণীয় কাজের কথা মনে পরে যাবে। আর অতিরিক্ত সুবিধা হিসেবে আছে আযান টাইম সেটিং এর বাবস্থা। যেটা সময় মত আযান দিবে।
এক কথায় দারুণ একটা সফটওয়্যার। যাদের দরকার নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। সাইজ একদম ছোট। ইন্সটল দিয়ে সহজেই সেটিং চেঞ্জ করতে পারবেন।
আশা করি আপনারা উপক্রিত হবেন। সব ফাইল কাজ করবে। এবং কোনো প্রশ্ন থাকলে করবেন। কিন্তু বিসয়ের বাইরে কেউ কিছু বলবেন না, যেমন লিঙ্ক কাজ করে না, অ্যাপ কাজ করে না, কারও কাছে আগের থেকে থাকলে ভাল কিন্তু অন্যদের নিরুতসাহিত করবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here