আপনার ছবিতে ওয়াটার রিফ্লেকশন ইফেক্ট দিন খুব সহজে (কম মেগাবাইটের একটি সফটওয়্যার দিয়ে) - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

আপনার ছবিতে ওয়াটার রিফ্লেকশন ইফেক্ট দিন খুব সহজে (কম মেগাবাইটের একটি সফটওয়্যার দিয়ে)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
কেমন আছেন আমার টিটির সকল বন্ধুরা, আমিও আল্লাহর রহমতে ভাল আছি।
টিউন করব করব করে আর হয়ে ওঠে না, আসলে আগে যে সময় পেতাম এখন আর সে সময় পাইনা পেলেও টিটি তে সময় দেওয়ার মত সময় পাইনা।
সকলে দোয়া করবেন আমাদের দাম্পত্য জীবনের জন্য যেন ভাল কাটুক আমাদের দাম্পত্য জীবন।
এটা আমার বিয়ের ছবি, তাই ভাবলাম এই ছবি দিয়ে একটি টিউন করব। তাই আজ সময় পেয়ে লেগে গেলাম টিউন করতে।
অনেক টিউন করা আছে বিভিন্ন টিপস এন্ড সফট এর উপর ইনশাআল্লাহ সময় পেলে সব শেয়ার করব। সাথে থাকবেন কিন্তু।
আজকের টিউন কিন্তু হেড লাইন দেখে বুঝা যাচ্ছে কি নিয়ে টিউন হবে। তো আর কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক।
প্রথমে এখান থেকে মূল সফট টি ডাউনলোড করুন। তারপর কি করতে হবে আর বলতে হবে না!
নিচের দেখানো আইকনে ক্লিক করে আপনার একটি ছবি নিন, কি জন্য নেওয়া হবে তা কিন্তু উপরে বলা আছে!

এখন বাম সাইটের টুলবার থেকে যে কোণ একটি টুল সিলেক্ট করে ছবির যে সাইটে ওয়াটার রিফ্লেকশন ইফেক্ট দিতে চান, সে সাইটে ক্লিক করে সিলেকশন করুন

এবার সেভ করে রাখুন বস কাজ শেষ দেখুন কেমন হয়েছে।

ইনশাআল্লাহ সময় পেলে আপনাদের জন্য নিয়ে আসব ভাল ভাল টিউন,
আর আমার শারীরিক এর জন্য দোয়া করবেন। কারন শরীর ঠিক থাকলে কাজ করতে মন চায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here