উইন্ডোজ অপারেটিং সিস্টেমে জনপ্রিয়তা পাওয়ার পর স্বাধীন অভিধান এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে! - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে জনপ্রিয়তা পাওয়ার পর স্বাধীন অভিধান এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে!

ঈদ মোবারক,
আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আপনাদের জন্য যে অ্যাপটি আনলাম সেটা আমিও ব্যবহার করছি। এক কথায় চমৎকার।
অ্যাপটির নাম স্বাধীন অভিধান। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে জনপ্রিয়তা পাওয়ার পর স্বাধীন অভিধান এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে!
স্বাধীন অভিধানের অ্যান্ড্রয়েড সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।

সর্বোচ্চ সুবিধা যুক্ত স্বাধীন অভিধানের ডেস্কটপ সংস্করণের মত অ্যান্ড্রয়েড সংস্করণেও থাকছে সর্বোচ্চ সুবিধা। থাকছে উন্নত ডেটাবেজ।
সুবিধা সমূহ: 
  1. অ্যান্ড্রয়েডের সর্বশেষ ডিজাইন নিয়ম অনুসরণ করে ইউআই ডিজাইন করা হয়েছে
  2. একই সাথে বাংলা এবং ইংরেজি অনুসন্ধানের সুবিধা
  3. ডেস্কটপ সংস্করণের মত উন্নত অনুসন্ধান সুবিধা
  4. নতুন শব্দ যুক্ত করা যাবে
  5. পুরনো অন্তর্ভুক্তি পরিবর্তন/পরিবর্ধন করা যাবে
  6. প্রিয় তালিকা
  7. ইতিহাস
  8. ইংরেজি উচ্চারণ (Text to Speech)
  9. কথা থেকে লেখা (Speech to Text)
  10. সম্পূর্ণ বাংলা ইন্টারফেস
আরো অনেক কিছু…
মূল্য : 
স্বাধীন শুরু থেকেই স্বাধীন ছিল। অ্যান্ড্রয়েড সংস্করণেও স্বাধীন থাকবে স্বাধীন। এটি বিনামূল্য অ্যাপ। এমনকি অ্যাড থেকেও সম্পূর্ণ মুক্ত।
ডেটাবেজ ক্লাউড
স্বাধীনের ডেটাবেজের অন্তর্ভুক্তির অপ্রতুলতা কাটানোর জন্য স্বাধীনের অ্যান্ড্রয়েড সংস্করণে যুক্ত করা হয়েছে ক্লাউড সুবিধা।
ইন্টারনেট সংযুক্ত থাকা অবস্থায় স্বাধীন অভিধানে কোন নতুন শব্দ যুক্ত অথবা কোনো শব্দ/অন্তর্ভুক্তি পরিবর্তন/পরিবর্ধন করা হলে তা আমাদের সার্ভারে চলে আসবে। যা আমরা নতুন সংস্করণের ডেটাবেজে যুক্ত করে দেব।
বর্তমানে ডেস্কটপ থেকে মোবাইলেই ইন্টারনেট সংযোগ বেশী থাকে। তাই আমরা আশা করছি ডেটাবেজ ক্লাউড সুবিধাটি স্বাধীনের ডেটাবেজকে আরো উন্নত করবে।

ইউজার ক্লাউড ডাউনলোড লিঙ্ক :  ডাউনলোড
আপনার পিসির জন্য ডাউনলোড করতে নিচে ক্লিক করুন।
ইউজার ক্লাউড ডাউনলোড লিঙ্ক :  ডাউনলোড
ভালো থাকুন আর সাথে থাকুন  সাথে। আমিও আছি ফেসবুকে। কোনো সমস্য হলে টিউমেন্ট করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here