আপনার পিসিকে বানিয়ে ফেলুন ওয়াইফাই হটস্পট মাত্র ১ ক্লিকেই। এর চেয়ে সহজ মনে হয় না সম্ভব। মাত্র 400KB এর পোর্টেবল সফটওয়্যার। - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

আপনার পিসিকে বানিয়ে ফেলুন ওয়াইফাই হটস্পট মাত্র ১ ক্লিকেই। এর চেয়ে সহজ মনে হয় না সম্ভব। মাত্র 400KB এর পোর্টেবল সফটওয়্যার।

বিমমিল্লাহির রাহমানীর রাহীম
প্রথমে সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন।
স্মাটফোনের জোয়ারে এখন বেশির ভাগই ওয়াইফাই ব্যবহার করে থাকেন। সিম অপারেটরদের গলাকাটা দাম এবং কম গতির কারণে অনেকেই ওয়াইফাইকেই ডিফল্ড হিসেব ব্যবহার করে থাকেন। বাসায় ব্রডব্যান্ড লাইনের সাথে রাউটারকে লাগিয়েই অনেকেই ওয়াইফাই ব্যবহার করে থাকেন। তবে পিসি দিয়ে ওয়াইফাই ব্যবহার কারীর সংখ্যাই বেশি। আজকে আমি পিসি দিয়ে ওয়াইফাই বানানোর বেশ জনপ্রিয় সফটওয়্যারটি শেয়ার করবো।
আজকে আপনাদের সামনে আমি খুব ছোট আকারের একটি পোর্টেবল সফটও্যার নিয়ে হাজির হয়েছি। বেচারা ছোট হলেই কি হবে কাজে তো ছোট নি। কথায় আছে ছোট সাপের বিষ বেশি। :-) আমার আজকের এই সফটওয়্যারটি দ্বারা আপনি আপনার পিসিকে ওয়াইফাই হটস্পটে পরিণত করতে পারবেন মাত্র ১ টি ক্লিকেই। কোন প্রকার ঝামেলা ছাড়াই  । এর সাইজ মাত্র ৪০০ কিলো বাইট এবং এটি পোর্টবল। এর নেই কোন ইন্সটলের ঝামেলা। শুধু ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন।  আশা করি অনেক উপকারে দেবে এই ছোট্ট সফটওয়্যারটি। সফটওয়্যারটির নাম mHotspot

এবার তাহলে ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে চিন্তা করতে হবে না। মাত্র ৪০০ কিলোবাইট। সাথে ডাইরেক্ট ডাউনলোড লিংক।

ডাউনলোড করুন | 400 KB

এবার ডাউনলোড করে ফাইলটি আনজিপ করে নিন। এখানের mHotspot নামের ফোল্ডারের ভেতরে mHotspot ফাইলটি ওপেন করুন। এবার নিচের স্কিনশটের মতো আসবে।

এখানের Hotspot Name এ আপনার হটস্টপটের নাম দিন এবং Password এ পাসওয়ার্ড দিন। এবার Start Hotspot বাটনে একটি ক্লিক করুন। বেশ চালু হয়ে গেলো আপনার পিসির ওয়াইফাই হটস্পট। এবার সবাই মিলে উপভোগ করুন।

শেষ কথা

লেখায় কোন প্রকার ভূল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দুষ্টিতে দেখবেন। আর টিউন সম্পর্কে যদি আপনাদের কিছু বুঝতে কোন অসুবিধা হয় তবে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি মতামত আমাকে সামনে আরও সুন্দর টিউন উপহার দিতে উৎসাহ প্রদান করবে। আর যে কথা না বললেই নয়, তা হলো লেখা কপি পেস্ট বর্জন করা। ৩-৪ ঘন্টা একটানা লিখার পর কপি পেস্ট করলে যে কোন লেখকের পুরো পরিশ্রম এর কোন মূল্যই থাকে না। সবাই ভালো থাকবেন। সকলের শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

ফেসবুকে আমি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here