কোয়ালিটি ঠিক রেখে মুভি সাইজ কমানোর জটিল সফটয়্যার, না থাকলে নিয়ে নিন - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

কোয়ালিটি ঠিক রেখে মুভি সাইজ কমানোর জটিল সফটয়্যার, না থাকলে নিয়ে নিন

আশা করি ভালো আছেন সবাই। আমাদের কাছে এখন ইন্টারনেট অনেকটা সহজলভ্য (!!!) হওয়াতে HD মুভি ডাউনলোড আর স্টোর বা উপভোগ করা কঠিন কিছু নয়। কিন্তু সমস্যা অনেক সময় হয়ে দাঁড়ায় স্টোরেজ। তাই যদি আপনার স্টোরে রাখা ভিডীও ফাইল বা HD মুভি ফাইল গুলোকে কোয়ালিটি ঠিক রেখে সহযে সাইজ কমিয়ে এনে আপনার স্টোরেজ বাড়ানো যায় তবে কেমন হয়? নিঃসন্দেহে ভাল। এতে আপনার স্টোরেজ ও বেরে গেলো।
এরকম একটি সফটওয়্যার হলো হ্যান্ড ব্রেক মুভি সাইজার। অনেকের কাছেই মুভি রিসাইজার সফটওয়্যার টি আছে, আবার অনেকের কাছেই নাই। তাই আবার শেয়ার করলাম। যাদের কাছে নাই, তারা জলদি নিয়ে নিন এটি। সাইজ মাত্র ১৫ এম্বি। আর আপলোড করা আছে মিডিয়াফায়ারে, ডাউনলোড করুন ঝামেলাহীনভাবে।
                                                                             ডাউনলোড
আপনি যডি সফটওয়্যার সম্পর্কে আরো বিশেষ কিছু জানতে চান তাহলে সোজা চলে যান তাদের নিজস্ব ওয়েব সাইটে। আশা করি আপনি ফুল সাপোর্ট পাবেন তাদের সাইটে।
                                                           অফিসিয়াল সাইটে যেতে এখানে ক্লিক করুন
আমার ছোট্ট একটা ব্লগ আছে, সেখানে এই সফটওয়্যার টি ছাড়াও আরো অনেক কিছু এবং নতুন কিছু ও পেতে পারেন। আমার ব্লগের সকল উপাদান মিডিয়াফায়ারে আপলোড দেয়া আছে, তাই যে কোন কিছু ডাউনলোড করুন বিশ্বস্ততার সাথে।
ভালো থাকবেন, আজ আর নয়। পরের টিউনে আবার ও দেখা হবে। উপভোগ করুন টেকটিউন, প্রযুক্তির সাথেই থাকুন।
নতুন নতুন প্রযুক্তি জানুন, আর জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here