Desktop Icon edite by me - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ২২ আগস্ট, ২০১৫

Desktop Icon edite by me

আমরা কম্পিউটার এর সৌন্দর্য বাড়াতে কি না করি??
আমরা চাই আমাদের কম্পিউটার সবার চেয়ে আলাদা হবে !!
বন্ধু বান্ধব কম্পিউটার এ বসলেই যেন বলে দোস্ত তোর পিসি টা তো জোস অস্থির।।
তাই আমার মাথায় একটা আইডিয়া আসল যে পিসি তে হার্ড ড্রাইভে র ভিতরে কয়েকটা যে ফোল্ডার থাকবে তাতে কোনও নাম থাকবে না ফোল্ডারের গায়ের নামি তাদের পরিচয় বহন করবে।।
কিন্তু নাম ছাড়া ফোল্ডার কিভাবে করবেন ? কারন শুধু স্পেস দিলে তা গ্রান্ট হবেনা।।
খুব সোজা যে ফোল্ডারের নাম শূনো করবেন সেটা রিনেম করে (Alt+255) চাপুন দেখবেন ফোল্ডার টির নাম নাই হয়ে গেছে।।
একই লোকেশনে আরেকটি নাম ছাড়া ফোল্ডার বানাতে (Alt+255)+(Alt+255) দুইবার চাপবেন এভাবে জয়টা ফোল্ডার তয়বার (Alt+255) তাহলে দেখবেন একই লোকেশনে সব ফোল্ডারের নাম ছাড়া দেখাচ্ছে খুব ভালো তাই না কিন্তু আপনি চিনবেন কিভাবে কোনটা ফোল্ডারে আপনি কি রেখেছেন?
সেক্ষেত্রে আমি আপনায় সামান্য হেল্প করতে পারি।।
এখান থেকে আমার ইডিট করা আইকন ফাইল গুলো নামাতে পারেন।
আমি আমার প্রয়োজন মত নিচের ড্রাইভার অনুযায়ী আইকন গুলা বানাইছি>>>
Audio> Banglasong, Englishsong, Hindisong, Kolkatasong, Tamilsong, Othersong etc
Video>Banglavideo, Englishvideo, Hindivideo, Kolkatavideo, Tamividelvideo, Othervideo etc
Software & Other>Games, Software, Other, Update, Icon etc
Movie>Banglamovie, Englishmovie, Hindimovie, Kolkatamovie, Tamilmovie, Updatemovie etc
এসব আইকন বানিয়েছি।
প্রয়োজন হলে ডাউনলোড করতে পারেন।
ডাউনলোড
icon গুলো সেট করতে কাঙ্খিত ফোল্ডারের গায় রাইট বাটন কিল্ক করে properties>customize>change icon
ধন্যবাদ
আইকন গুলোর প্রিভিউ দেখতে ভিডিও টি দেখতে পারেন https://www.youtube.com/watch?v=Q1E9xyZErcA
আর আপনাদের টিউমেন্ট না পেলে পরের টিউন করবো না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here