ডাউনলোড করুন $9.99! ডলার মূল্যের PDF File Create, Convert, Edit,Hacking, অফিস প্রোগ্রামের আরও অনেক কাজ করা যায়। - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫

ডাউনলোড করুন $9.99! ডলার মূল্যের PDF File Create, Convert, Edit,Hacking, অফিস প্রোগ্রামের আরও অনেক কাজ করা যায়।

" বিসমিল্লাহির রাহমানির রাহীম(পরম করুণাময় আল্লাহ্'র নামে শুরু করছি)"
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে??? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আপনাদের ভাল টিউন উপহার দিতে পারলে "ইনশাল্লাহ" আমিও ভাল থাকব। যাইহোক টাইটেলটা তো নিশ্চয় দেখেছেন তাই বেশি কথা না বলে মুল টিউনে চলে যাই।





আমরা অনেকে অফিসের কাজ করার সময় পিডিএফ ফাইল নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়, ঐ সমস্যাগুলোর সমাধানের জন্য Soda PDF Editor। পিডিএফ ফাইলকে 3D বই হিসেবেও পড়তে পরবেন।





এখন আমরা
Software-টি installation
করে ফুলভার্সন করব। তাহলে শুরু করা যাক। প্রথমে এখান থেকে ফাইলটি ডাউনলোড করুনডাউনলোড হলে ফোল্ডারটি
Extractকরুন,
password: [www.jibeespy.com] [ ]চিহ্নটি বাদ দিয়ে কপি করবেন।
ফোল্ডারের ভেতর Soda_PDF_5_Setup_5.0.133.9133 ফাইলটি install করুন সাভাবিক ভাবে। ওপেন করবেন না। মেডিসিন ফোল্ডার থেকে ফাইলটি কপি করে (উইন্ডোজ ৩২ বিট "C:\Program Files\Soda PDF 5") এবং (উইন্ডোজ ৬৪ বিট "C:\Program Files (x86)\Soda PDF 5")পেস্ট করুন,রিপ্লেচ চাইলে ওকে দিন। ওপেন করুন আর ফুলভার্সন উপভোগ করুন।
বন্ধুরা আপনাদের অনেক সময় নষ্ট করলাম, এবার বিদায় নেয়ার পালা।
আগামিতে আবার আসব নতুন কোন টিউন নিয়ে।
বি:দ্র: নিজুম নিশিত রাত নেই কোন জন মানবের কোলাহল,গাড়ীর বিরাট শব্দ গুলোও এখন আর শুনা যাচ্ছে না। বুজতে পারলাম অনেক রাত হয়ে গেল,আমি আবার ঘুমের পাগল। এত রাতে বসে বসে টিউনটি করছি তাই ভূল হতেই পারে,তাই বিদায় বেলায় সবার কাছে আবার ক্ষমা ছাইলাম। সবাই দোয়া করবেন আল্লাহাফেজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here