নিয়ে নিন $19.95 মূল্যের হাতে গরম ফুল লাইসেন্স সহ Faststone screen capture 8.2 : : স্ক্রিন ক্যাপচারের জন্য!! - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ২৩ আগস্ট, ২০১৫

নিয়ে নিন $19.95 মূল্যের হাতে গরম ফুল লাইসেন্স সহ Faststone screen capture 8.2 : : স্ক্রিন ক্যাপচারের জন্য!!

আজকাল আমরা যারা ব্লগিং বা ভিডিও টিউটরিয়াল করি, তাদের প্রায়ই স্ক্রিন ক্যাপচার বা স্ক্রিনের লাইভ ভিডিও ক্যাপচার করার প্রয়োজন পড়ে। আর তার জন্য চাই একটি ভাল মানের "স্ক্রিন ক্যাপচার সফটওয়্যার" আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তেমনি একটি ভাল মানের ও আপনার সিস্টেমের উপর লো ইম্প্যাক্ট ফেলে এমন একটি সফটওয়্যার যার নাম হল"Faststone screen capture" এটি স্ক্রিন ক্যাপচারের জন্য একটি দারুন সফটওয়্যার। কিন্তু মুশকিল হল এটি ফ্রীওয়্যার নয়।এটির বর্তমান বাজার মূল্য হল 19.95$। আমি আজ এটির লেটেস্ট ও ফুল ভারসান 8.2  শেয়ার করবো। আনন্দের বিষয় হল আমি আজকে আমাদের শুধী পাঠকদের জন্য এটি ফ্রীতেই শেয়ার করবো আর সাথে আমি এর প্রোটেবল ভারসানটিও শেয়ার করলাম।
তাহলে দেখে নেওয়া যাক এতে কি কি আছে!!!
১) স্ক্রিন ক্যাপচার
২) ওয়েব পেজ ক্যাপচার (যেকোন ওয়েব পেজ সম্পূর্ণ বা কোন একটি নির্দ্দিষ্ট রিজিয়ন ক্যাপচার করা যাবে)
৩) স্ক্রিন রেকর্ডার
৪) সেভ হওয়ার সাথে সাথে ইমেলে পাঠাতে পারবেন।
৫) ক্যাপচারের আগে ডিলে সেট করতে পারবেন।
৬) সেভ করার আগে আপনি ক্যাপচার কৃত ফাইলটি এডিট করতে পারবেন।
৭) ফাইলের উপর স্ক্রিনশটের নাম্বারিং বা নির্দেশনা লিখতে পারবেন।
এরকম আরো অনেক সুযোগ সুবিধা আছে সফটওয়্যারটিতে, যা ব্যবহার করার পর আপনি জানতে পারবেন।ব্যবহার করলে হয়তো আপনি এর ফ্যান হয়ে যেতে পারেন।আসুন নিচে স্ক্রিনশট দেখে নিই,এখানে বলে রাখা ভাল যে স্ক্রিনশটটি "Faststone screen capture" এই তৈরী করা।
এখন ডাউনলোডের পালা!!! নিচের ডাউনলোড লিঙ্ক থেকে এটির ইন্সটলেশান ভারসান,প্রোটেবল  ভারসান ও লাইসেন্স  ডাউনলোড করুনঃ-
"Faststone screen capture8.2"ইন্সটলেশান ভারসানঃ- ডাউনলোড
"Faststone screen capture8.2"লাইসেন্সঃ- ডাউনলোড
ইন্সটলেশানঃ-
তাহলে ডাউনলোডতো হোল!!!! এবার ইন্সটলেশান এর পালা, নরমাল ভাবে ইন্সটল করুণ আর প্রোটেবল ভারসানের ক্ষেত্রে আর ইন্সটলেশান প্রয়োজন নেই ডাউনলোডেড ফোল্ডারটি "winrar,winzeep বা 7zip"দিয়ে এক্সট্রাক্ট করে "FSCapture"নামক ফাইলটিতে ক্লিক করে রান করুন, লাইসেন্স চাইলে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নিন।  ব্যাস আপনি হয়ে গেলেন গরম গরম গর্বিত একজন "Faststone screen capture8.2" ফুল ভারসানের মালিক।
আজ এই পর্যন্ত পরে আবার আসবো নতুন কিছু নিয়ে, ততক্ষনের জন্য বিদায়,ভাল থাকবেন।ও আর একটা কথা যদি কোন অসুবিধা হয় তাহলে টিউমেন্ট বক্সে টিউমেন্ট করে জানান সমাধান দেওয়ার চেস্টা নিশ্চই করব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here