MS Office 7 ব্যবহার করে ঝামেলা ছাড়াই খুব সহজে ইমেজ থেকে টেক্সট কনভার্ট করুন। - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫

MS Office 7 ব্যবহার করে ঝামেলা ছাড়াই খুব সহজে ইমেজ থেকে টেক্সট কনভার্ট করুন।

আমরা পিকচার থেকে লেখা কনভার্ট করার জন্য অনেক সফটওয়্যার ব্যবহার করি।  অনেক সময় সে সফটওয়্যার গুলো হাতের কাছেও পাই না। এবার আর কোন অতিরিক্ত সফটওয়্যার লাগবে না। এম-এস-অফিস অয়ান নোট দিয়ে পিকচার থেকে লেখা আলাদা করার কাজ করা যায়। অফিস-২০০৭ বা তার পরবর্তী ভার্সন গুলো ব্যবহার করেই এই কাজ সমাধা করতে পারবেন।
এটা দিয়ে শুধু ইংরেজী লেখা গুলো কপি করা যায়, অন্য কোন ভাষার লেখা সাপোর্ট করে না। (অন্য ভাষার লেখা কপি করাও যেতে পারে, আমি পারি নাই)
যেমনঃ-লেখাযুক্ত পিকচার।
TextwithImage
অফিস সহ যে সকল সফটওয়্যার লাগবে।
1) Microsoft Office OneNote 2007
2)Microsoft Office Word 2007
আর পেইন্ট দিয়ে ইমেজ কপি করে নিতে পারেন। স্নিপিং দিয়ে ট্রাই করার জন্য কোন পিকচার তৈরি করে নিতে পারেন।
Program List

যে ইমেজ থেকে লেখা কনভার্ট করতে চান আপনার সেই ইমেজ টি পেইন্ট প্রোগ্রামে ওপেন করুন। Ctrl+A প্রেস করে সিলেক্টঅল করুন। এবার Ctrl+C প্রেস করুন মেনু থেকে কপি করুন। (পরীক্ষা করার জন্য কোন পিকচার/ইমেজ না থাকলে স্নিপিংটুল দিয়ে বা কী-বোর্ড থেকে PrtScr প্রেস করে ইমেজ বানিয়ে নিতে কপি করে নিতে পারবেন।) 
Notpad
এবার অফিস ওয়ান নোট প্রোগ্রাম চালু করুন। এবার Ctrl+V প্রেস করুন বা পেষ্ট করুন। এবার ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করুন। সাবমেনু এলে সেখান থেকে Copy Text from Picture সিলেক্ট করুন।
OneNote
এবার ওয়ার্ড বা নোটপ্যাডে পেষ্ট করলেই আপনার ইমেজ থেকে টেক্সটগুলো পেয়ে যাবেন।
MS-Office
ভালো থাকুন, ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here