এবার নিজেই নিজের বয়স বের করুন!!! - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৯ জুলাই, ২০১৫

এবার নিজেই নিজের বয়স বের করুন!!!


আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আমি ভালো নেই। সম্ভবত এটা আমার এই বছরের শেষ টিউন। কাল সকালে আবার আমার প্রিয় পাবনা শহর ছেড়ে যান্তিক শহর ঢাকায় পাড়ি দিতে হবে। এই বছরে আর আমার হয়তো টেকটিউনসে আসা হবে না। পুরো বছরটা আমার সব প্রিয়  ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকতে হবে! খালি প্যারা আর প্যারা! এর চেয়ে যন্ত্রনাময় আর কি হতে পারে? যাহোক, অনেক কথা বলে ফেললাম। যাওয়ার আগে আজ আপনাদের সামনে আমার বানানো প্রোগ্রাম “Age-Calculator” নিয়ে হাজির হলাম।
এটি মূলত উইন্ডোজ পিসি সমর্থিত প্রোগ্রাম।
এই প্রোগ্রাম  আসলে একটা গানিতিক সমস্যার ওপরে ভিত্তি করে বানানো। কিন্ত আমরা অনেকেই সেই গানিতিক হিসাব জানি না। আর জানলেও হিসাব মোটামুটি সময় সাপেক্ষই বলা চলে। কিন্ত মাত্র 31 কিবির এই প্রোগ্রামের সাহায্যে কয়েক সেকেন্ডেই আপনার বয়স গননা করা সম্ভব!!!
প্রোগ্রামটিতে ইনপুট হিসেবে আপনার জম্ন তারিখ/জন্ম মাস/জন্ম সাল আর আজকের তারিখ/আজকের মাস/চলতি বছর ইনপুট দিলেই পেয়ে যাবেন আপনার বয়স!
আর মাত ৩১ কেবি সাইজের পোগ্রামটির কোন ইনস্টল এর ঝামেলা নেই! এক ক্লিকেই প্রোগ্রাম চালু হবে!
নিচের দেওয়া ডাউনলোড লিংক থেকে সরাসরি ডাউনলোড করে নিন
সামনে আমার ভর্তি পরীক্ষা। তাই অনেকদিন হয়তো আমার আর এই ব্লগে আসা হবে না। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেনো ভালো একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ পাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here