এই বার রুট করুন যেকোন Android Phone/ Device কে (পিসি ও এন্ড্রয়েড মোবাইলের সাহায্যে) - বাংলা টিউটোরিয়াল সফটওয়্যার

Breaking

Put your ad code here

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১৯ জুলাই, ২০১৫

এই বার রুট করুন যেকোন Android Phone/ Device কে (পিসি ও এন্ড্রয়েড মোবাইলের সাহায্যে)

আস্‌সাল্মু আলাইকুম।
প্রথমে সবাইকে  জানায় ঈদ মোবারক !!
কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই ভাল আছেন। আমরা যারা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার  করি।আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি যেকোন এন্ড্রয়েড মোবাইল রুট করতে পারেন। হয়তো অনেকে জানেন যে কিভাবে রুট করতে হয়। তবে  এই রুট করা র জন্য অনেকে অনেক রকম সফটওয়্যার  ব্যবহার করে থাকে।আমি আজ আপনাদের শেয়ার করব চীনা (china) প্রোগ্রামারদের তৈরি একটি সফটওয়্যার এর সাথে এর সাহায্যে আপনি যেকোন Androiud Operating System ke Root  করতে পারবেন। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার দেখা সব থেকে ভাল এই সফটওয়্যার টি। এটির নাম হল iRoot।
এই iRoot সাহায্যে আমি আমার নিজের Samsung Galaxy A5 Root করেছি। এর আগেও আমি প্রায় মোবাইল ঠিক সফত্বাএ এর শায্যে করেছি। আমার আবার এন্ড্রয়েড  ফোন রুট না থাকলে ভাল লাগে না। কিন্তু আমাদের সবার ইচ্ছাতো আর এক না, আমার মত যারা রুট এর পাগল তাদের  জন্য  এই টিউন টি। আশা করি এই যোগে এসে আমি আপনাদের কাছে আবার রুট কি এই নিইয়ে আর ব্যাখ্যা দিতে হবে না।
এইবার আসেন কিভাবে আপনি যেকোন এন্ড্রয়েড  ডিভাইস করবেনঃ-
{বিঃদ্রঃ আপনার কম্পিউটারে যদি অ্যান্টিভাইরাস থাকে সেটির প্রটেকশন অফ করে নিন।কারন সফটওয়্যার টি কে ভাইরাস হিসেবে ডিটেক্ট করতে পারে। চিন্তার কোন কারণ নেই এটি ভাইরাস না।]
  1. প্রথমে আপনি iRoot সফটওয়্যার টি আপনার কম্পিউটারনে  ডাউনলোড  করে নিন।
  2. তারপর অন্যসব সফটওয়্যার এর মত আপনার কম্পিউটারে সেটআপ দিন।
  3. এইবার আপনার মোবাইল থেকে settings>Developers Option>USB Debugging এ টিক মার্ক দিন।
  4. এখন ডাটা ক্যাবল দিয়ে আপনার মোবাইল্টি পিসির সাথে কানেক্ট করুন।
  5. এখন আপনার এন্ড্রয়েড ডিভাইসের USB  Driver ডাউনলোড হতে পারে  এজন্য একটি পপ আপ মেনু আস্তে পারে ওখানে Yes দিয়ে দিন।
  6. ড্রাইভারটি অটোমেটিক ডাউনলোড হয়ে ইন্সটল চাইলে yes দিন।
  7. তারপর দেখবেন ডিভাইস টির নাম ও মডেল সহ আপনার কম্পিউটার এর সাথে কানেক্ট হয়ে গেছে।
  8. তারপর শুধু Root Now Button এ ক্লিক করে অপেক্ষা করুন, ইনশা আল্লাহ হয়তো আপনার ডিভাইস্টি এতক্ষনে রুট হয়ে গেছে।
[ডাউনলোড এর .rar ফাইলে আরো স্ক্রিনশর্ট আছে চাইলে দেখে নিতে পারেন]
আপনাদের জন্য কিছু স্ক্রিনশর্টঃ


এন্ড্রয়েড ডিভাইস ইউজারদের জন্যঃ

আপনাদের মধ্যে যাদের কম্পিউটার অথবা ল্যাপটপ নেই তারাও পারবেন রুট করতে তবে এর সাহায্যে কিছু কিছু ডিভাইস রুট করা যায় না।এই জন্য পিসি করলে খুব ভাল হয়।যাক তারপর আমি আপনাদের জন্য তুলে ধরতে চেষ্টা করছি কিভাবে এন্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে  রুট করতে পারবেন।
  1. প্রথমে আপনি এই লিঙ্ক থেকে .apk file টি ডাউনলোড করে নিন।
  2. তারপর আপনার মোবাইলে/ এন্ড্র্অয়েড ডিভাইসে ইনস্টল করুন।
  3. ইনস্টল করার সময় যদি Instal anyway আসে এতে ক্লিক করুন।
  4. তারপর অ্যাপ্‌স টি ওপেন করে Root now Button এ ক্লিক করুন।
  5. আশা করছি আপনি সফল্ভবে রুট করতে পেরেছেন।



ভাল থাকুন, সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here